প্রশ্ন: উঁচু-নিচু দাঁত ঠিক করার জন্য ব্রেস লাগানোর সঠিক বয়স কোনটি?
উত্তর: এটি নির্ভর করে শিশুদের দাঁতের অবস্থানের ওপর। যদি ওপরের পাটির দাঁতের অবস্থান মুখ বন্ধ করলে নিচের পাটির সামনের দাঁতের বাইরে না হয়ে ভেতরের দিকে থাকে, তবে আট-নয় বছর বয়সেই ব্রেস লাগানো শুরু করা প্রয়োজন। কখনো হাড়ের বৃদ্ধিজনিত সমস্যায় দাঁত বেরিয়ে থাকে বা উঁচু হয়ে থাকে। এ ক্ষেত্রে সাত-আট বছর বয়সে এক্সট্রা ওরাল ট্রাকশন লাগানো প্রয়োজন হয়।
তবে শুধু দাঁতের ক্রাউডিং বা উঁচু-নিচু থাকলে ১২ থেকে ১৫ বছরের মধ্যে ব্রেসের কাজ শুরু করা উচিত, বিশেষ করে আক্কেল দাঁত ওঠার অনেক আগেই।
তবে শুধু দাঁতের ক্রাউডিং বা উঁচু-নিচু থাকলে ১২ থেকে ১৫ বছরের মধ্যে ব্রেসের কাজ শুরু করা উচিত, বিশেষ করে আক্কেল দাঁত ওঠার অনেক আগেই।
No comments:
Post a Comment