র্তমান সময়ের প্রেক্কাপটে অনলাইন কেন্দ্রিক কাজের সাইটগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের আশেপাশে অনেককেই দেখি অনলাইনে কাজ করে তাঁদের ক্যারিয়ার বানিয়ে নিয়েছেন। যেহেতু আমাদের দেশে চাকরি বাজার অনেক প্রতিযোগিতার তাই ভিন্য মাধ্যমে জীবিকা নির্বাহ করতে চেষ্টা করা অবশ্যই অনেক ভালো। তাছাড়া দেশে থেকে ডলারে উপার্জন অবশ্যই অনুপ্রেরনাদায়ক।
অনলাইন কেন্দ্রিক কাজের জন্য অনেক সাইট রয়েছে। তবে সেগুলোর মাঝে সবচেয়ে বৃহৎ আর জনপ্রিয় সাইট হচ্ছে Upwork! এখানে আপনি সবরকমের কাজই করতে পারবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাইটার, লইয়ার, একাউন্টেন্ট থেকে শুরু করে সব রকমের প্রফেশনেরই কাজ এখানে পাওয়া যায়। তবে আপনাকে সফল হতে হলে অবশ্যই দক্ষতা-সম্পন্য আর অনেক প্রফেশনাল হতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা আপনাকে খুব সহজেই সফলতা এনে দিতে পারে।
জনপ্রিয়তা আর কাজের ভিত্তিতে এর পরের স্থানেই রয়েছে Freelancer। এই সাইটেও আপনি মোটামুটি সবধরনের কাজই পাবেন। তবে আপনাকে অবশ্যই স্কাম জব পোষ্টগুলো এড়িয়ে চলতে হবে। তবে এই সাইট Upwork এর মত আপনাকে সুবিধা দিবে না। Upwork-এ আপনি ফ্রি একাউন্ট ব্যবহার করে মাসে ৩০ টি জবে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু Freelancer- এ আপনাকে সেই পরিমান অ্যাপ্লাই এর জন্য পেইড মেম্বার হতে হবে।
কাজ পাওয়া আর মূল্যমান হিসেবে তিন নাম্বার স্থানে Guru.com কে রাখা যায়। যদিও এই সাইটটি US কেন্দ্রিক ফ্রিলাঞ্চারদের দখলেই বলা যায় কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যানে এশিয়ানদের বেশ ভালো করতে দেখা গেছে। এই সাইটে সাধারণত হাই ভ্যালু প্রজেক্ট বেশি পাওয়া যায়। একটু সময় নিয়ে ঠিকমত লেগে থাকতে পারলে অনেক বেশি উপার্জন করা সম্বব।
সুযোগ-সুবিধা আর কাজ পাওয়ার ভিত্তিতে এর পরের স্থানটি peopleperhour কে দিতেই হবে। এই সাইটটি অনেক তাড়াতাড়িই অনেক ভালো পর্যায়ে চলে এসেছে। আপনার যদি ভালো লাগে তবে এখানে চেষ্টা করে দেখতে পারেন।
আমাদের লিস্টের একদম শেষ পজিশনে toptal কে রাখা যায়। যদিও এই সাইটটি উপরের সাইটগুলো থেকে একেবারেই আলাদা। বরাবরের মত আমরা ফ্রীলাঞ্ছিং সাইট বলতে যা বুজি এটি ঠিক সেই রকম নয়। এখানে কাজ করতে হলে একটা বেশ লম্বা সিলেকশন পর্যায় পার করে যেতে হয়। কেবলমাত্র সিলেকশন পাশ করতে পারলেই আপনাকে তারা সাইটে কাজ করতে অনুমতি দেবে। এই সাইটের প্রায় সবগুলো কাজই অনেক বড় আর সময়সাপেক্ষ। তাই দেখা যায় সবগুলো নিয়োগ হয় ফুল টাইম বেসিস।
No comments:
Post a Comment