সফলতা মানুষের জীবনের খুবই সূক্ষ্ম একটি বিষয়। জীবনে সফলতা অর্জনের জন্য প্রয়োজন ধৈর্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অন্যদের সাথে স্বচ্ছতা। অনুরূপভাবে মানুষের ব্যর্থতার পিছনেও কিছু কারণ থাকে। কিন্তু মোদ্দা কথা হলো সফলতা ও ব্যর্থতা মানুষের জীবনে তাদের দৃষ্টিভঙ্গিগত কিছু পরিবর্তন নিয়ে আসে। তাই সফল ও ব্যর্থ ব্যক্তিদের চিন্তাধারা ও কথাবার্তা আপনি কখনও এক রকম দেখবেন না। নিম্নে সে পার্থক্যগুলো তুলে ধরা হলো।
১) সফল ব্যক্তি: অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সফলতায় তাদের অভিনন্দন জানান।
ব্যর্থ ব্যক্তি: কোন যুক্তি ছাড়াই অন্যদের সমালোচনা করেন।
২) সফল ব্যক্তি: অন্যদের ক্ষমা করতে জানেন।
ব্যর্থ ব্যক্তি: অন্যদের ক্ষমা না করে নিজের মনে অসন্তোষ ধরে রাখেন।
৩) সফল ব্যক্তি: বর্তমান নিয়ে ভাবেন।
ব্যর্থ ব্যক্তি: অতীত নিয়ে চিন্তা করেন।
৪) সফল ব্যক্তি: ভুল হলে তা স্বীকার করে নেন।
ব্যর্থ ব্যক্তি: ভুল হলে অন্যদের উপর দোষ চাপান।
৫) সফল ব্যক্তি: অন্যদের সাথে তথ্য আদান-প্রদান করেন।
ব্যর্থ ব্যক্তি: গোপনীয়তা বজায় রাখেন।
৬) সফল ব্যক্তি: ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
ব্যর্থ ব্যক্তি: নেতিবাচক দৃষ্টি ভঙ্গি লালন করেন।
৭) সফল ব্যক্তি: নতুন নতুন চিন্তা, ধারণা নিয়ে আলাপ করেন।
ব্যর্থ ব্যক্তি: অন্যদের সম্পর্কে অপ্রয়োজনীয় কথা বলেন।
৮) সফল ব্যক্তি: নিজের বিজয় ও সাফল্যে অন্যদের সাথে আনন্দ ভাগাভাগি করেন।
ব্যর্থ ব্যক্তি: সমস্ত কৃতিত্ব কেবল নিজের বলে দাবি করেন।
৯) সফল ব্যক্তি: পরিবর্তনের জন্য সব সময় প্রস্তুত থাকেন।
ব্যর্থ ব্যক্তি: পরিবর্তনকে ভয় পান।
১০) সফল ব্যক্তি: সবার সফলতা কামনা করেন।
ব্যর্থ ব্যক্তি: মনে মনে সবার ব্যর্থতা কামনা করেন।
১১) সফল ব্যক্তি: অন্যের ভালো-মন্দ ভেবে দেখেন।
ব্যর্থ ব্যক্তি: কেবল মাত্র নিজের স্বার্থটাই দেখেন।
১২) সফল ব্যক্তি: নিজের লক্ষ্য-উদ্দেশ্যগুলো নির্ধারণ করে নেন।
ব্যর্থ ব্যক্তি: সব সময় লক্ষ্য-উদ্দেশ্যহীন থাকেন।
১৩) সফল ব্যক্তি: নিজে কি চান তা জানেন।
ব্যর্থ ব্যক্তি: নিজে কি চান তা জানেন না।
১৪) সফল ব্যক্তি: সব সময় শিখার মধ্যে থাকেন।
ব্যর্থ ব্যক্তি: সব কিছুই জানি এমনটি মনে করেন।
১৫) সফল ব্যক্তি: অবসরে বই পড়েন।
ব্যর্থ ব্যক্তি: অবসরে টিভি দেখেন।
No comments:
Post a Comment