Tips Bangladesh

It's Bengali version Popular Tips And Tricks Website

Sep 30, 2017

ক্যারিয়ার হিসেবে ফ্রীলান্সিং (Freelancing)ঃ পর্ব ১

বর্তমান সময়ে ফ্রীলান্সিং প্রফেশন হিসেবে সবার কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। আর দিনের পড় দিন এর প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী কাজের সুবিধা পেয়ে অনেকেরই ভাগ্য বদলে গিয়েছে। যেহেতু আমাদের নিজেদের চাকরির বাজার অনেক ছোট তাই ফ্রীলান্সিং প্রফেশন একটি অনেক বড় ধরণের সুযোগ হিসেবেই আমাদেরকে বেকারমুক্ত করতে পারে।
আপনি যদি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন তাহলে অনেক ভালো একটা অবস্তায় নিজেকে খুব কম সময়ের মধ্যেই নিয়ে যেতে পারবেন। আপনার দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ অর্জনের স্বপ্ন আপনাকে অনেক বড় ধরনের সফলতা এনে দিতে পারে।
জনপ্রিয় বেশ কয়েকটি মার্কেটপ্লেসে (যেখানে ফ্রীলান্সিং কাজ পাওয়া যায়) পরিসংখ্যান করে দেখা গেছে যে, আমাদের দেশ থেকে উল্ল্যেখযোগ্য হারে অনেকেই বেশ ভালো করছেন। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই ফ্রীলান্সিং এ ভালো কিছু করতে উৎসাহ দিতে পারে। তবে অনেকেই শুধুমাত্র ওইসব সাইটে নিজের একাউন্ট খোলা মাত্রই নিজের ফ্রীলান্সিং ক্যারিয়ার এর ইতি টেনে দিয়েছেন, যার হার একটু বেশি বলা যায়।
আমাদের মনে রাখতে হবে যে, এখানে কাজ পাওয়ার জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে হয় এবং তা পদ্ধতিগত ভাবে একটু কঠিন। শুধুমাত্র পর্যাপ্ত দক্ষতা, টেকনিক, কমন সেন্স এইসব বিষয়গুলো ভালভাবে শিখে ফেলতে পারলে অবশ্যই অনেক অনেক ভালো অর্জন সম্বব।
আমাদের দেশে ইতোমধ্যে সরকার ফ্রীলান্সিং এ মানুষকে উৎসাহী করতে অনেক বড়সড় কর্মসূচী হাতে নিয়েছে যা অবশ্যই আমাদের জন্য একটি ভালো উদ্যোগ। আমাদেরকে এর ভালোমন্দ বুজে এবং নিজেকে তৈরি করে স্বপ্ন বাস্তবায়নে সামনে এগিয়ে যেতে হবে।
চলবে…

No comments:

Post a Comment