অনলাইনে কাজের ক্ষেত্র অনেক ব্যাপক ও অত্যন্ত লাভজনক। নিম্নে এ রকম ১৫টি পেশার উল্লেখ করা হলো:
১) Virtual Assistant: দাপ্তরিক ক্ষেত্রে ইমেইল, ফোন/ভিডিওতে কথোপকথন বা কোন বিষয়ে তথ্য আদান প্রদানে আজকাল ব্যাপক ভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের ব্যবহার করা হচ্ছে। আপনি চাইলে এ পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।
২) Freelance Writer: যেকোনো ওয়েবসাইটের আলোচ্য বিষয়, অনলাইন পুস্তক বা শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত চিটি লিখার কাজ আপনি স্বেচ্ছায় করতে পারেন।
৩) Tutor: অনলাইনে আপনি ছাত্রদের পড়াতে পারেন।
৪) Subscription Box Service: অনলাইনে বিভিন্ন টার্গেট গ্রুপের কাছে আপনি তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন: বিউটি প্রোডাক্টস ইত্যাদি কমমূল্যে বিক্রি করে লাভবান হতে পারেন।
৫) Life/Business Coach: মানুষের জীবনের ব্যক্তিগত বিভিন্ন সমস্যা ও ব্যবসায়িক বিষয়ে তাদের পরামর্শ দিতে পারেন।
৬) Medical Transcription: আপনি অনলাইনে চিকিৎসকদের নথি লেখক হিসেবে সনদপ্রাপ্ত হয়ে একজন Medical Transcriptionist হিসেবে কাজ করতে পারেন।
৭) Web Designer: ওয়েব ডিজাইনিংয়ের উপর কোর্স করে আপনি ওয়েভ ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন।
৮) Travel Consultant: বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়ার জন্য আপনি অনলাইন পরামর্শক হিসেবে কাজ করতে পারেন।
৯) Selling Your Own Stuff: যে সকল দরকারি জিনিষ আপনার আর প্রয়োজন নেই তা অনলাইনে বিক্রি করে দিতে পারেন।
১০) Customer Service Representative: গ্রাহকদের অনলাইনে তথ্য প্রদান ও অভিযোগ গ্রহণ সেবা আপনি দিতে পারেন।
১১) Translator: অনুবাদক হিসেবে আপনি কাজ করতে পারেন।
১২) Data Entry Specialist: বিভিন্ন কোম্পানির ডাটাবেসে আপনি তাদের প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ করার কাজ নিতে পারেন।
১৩) Affiliate Marketer: অনলাইনের মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে আপনি নিজে লাভবান হতে পারেন।
১৪) App Developer: মোবাইলের অ্যাপ ডেভলাপারদের চাহিদা বর্তমানে অনেক বেশি। আপনি নিজেকে এ পেশার সাথে যুক্ত করতে পারেন।
১৫) Website/App Evaluator: বিভিন্ন ওয়েবসাইটের বা অ্যাপের ত্রুটিগুলো চিহ্নিত করে তা দূর করতে পারেন। এ জন্য আপনি আকর্ষণীয় পারিশ্রমিকও পেতে পারেন।
post collect by YesMedia
No comments:
Post a Comment